SRA Polytechnic Institute - এস আর এ পলিটেকনিক ইনস্টিটিউট

অধ্যক্ষের বার্তা - SRA Institute of Science & Techonolgy, Dinajpur

অধ্যক্ষের বার্তা. ”কর্মমূখী শিক্ষা কর্মসংস্থানের প্রধান সহায়ক” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে. মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের প্রিয় বাংলাদেশের অর্থনৈতিক. উন্নয়নে ছাত্র-ছাত্রীদের তথ্য প্রযুক্তিনির্ভর আধুনিক ও কর্মমূখী শিক্ষা দিয়ে. আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। তাই মানসম্মত ডিপ্লোমা. ইঞ্জিনিয়ার তৈরীর প্রত্যয় নিয়ে দিনাজপুর শহরের অভিজাত এলাকা উত্তর. বালুবাড়ীতে এস আর এ ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি নামক. একটি বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়েছে। ২০১১-২০১২ইং. শিক্ষাবর্ষ হতে আর্কিটেকচার, সিভিল ও ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ছাত্র-ছাত্রী. ভর্তি করে ক্লাস পরিচালনা করে আসছে। ইতিমধ্যে বাংলাদেশ ...

এস আর এ পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর - SRA Institute of Science ...

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ভর্তির যোগ্যতা :- * এস.এস.সি (বিজ্ঞান/মানবিক/বানিজ্য/ভোকেশনাল/দাখিল) পাশ । * জিপিএ নূন্যতম ২.০০। * পাশের সাল ও বয়স শিথিলযোগ্য । ভর্তির সময় যে সব কাগজপত্র লাগবে :- * এস.এস.সি পাসের মূল নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট)। * মূল প্রশংসা পত্র এবং * পাসপোর্ট সাইজের ৪(চার) কপি রঙ্গিন ছবি । বৃত্তি প্রদান :- * প্রতি সেমিস্টারে জি.পি. ৩.৭৫ প্রাপ্তদের ২০০০/-হারে বৃত্তি প্রদান । * প্রতি সেমিস্টারে জি.পি. ৩.৫০ প্রাপ্তদের ১৫০০/-হারে বৃত্তি প্রদান । * প্রতি সেমিস্টারে জি.পি. ৩.২৫ প্রাপ্তদের ১০০০/-হারে বৃত্তি প্রদান । পুরস্কার প্রদান:- * প্রত্যেক সেমিস্টারে ১০০% কাসে উপস্থিত ছাত্র/ছাত্রীদের বিশেষ একাডেমিক পুরস্কার প্রদান । * প্রত্যেক সেমিস্টারে ১ম, ২য় ও ...

Admission Information Of Technical Education Institutes In Bangladesh

এস.সি পরীক্ষার পর প্রতিযোগিতামূলক ভর্তি পদ্ধতির কারণে শিক্ষাগ্রহণ অনেকটাই প্রতিযোগিতামূলক হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থীই এই প্রতিযোগিতায় টিকতে না পেরে পড়াশোনায় বিরতি দিয়ে দেন। তবে চাইলে এস.এস.সি কিংবা এইচ.এস.সি পরীক্ষার পর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে কোনো ডিপ্লোমা কোর্সেও ভর্তি হয়ে বদলে দিতে পারেন ভবিষ্যত .... প্রতিষ্ঠানের নাম. ঠিকানা ও যোগাযোগ. ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট. শেরে বাংলা নগর, ঢাকা। ফোন: ৯১১৬৭২৪. ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট. শের--বাংলা নগর, আগারগাঁও, ঢাকা। ফোন: ৯১১৪০১৩, ০১৭১৮-২০৫১৮৮. কলেজ অব এভিয়েশন টেকনোলজি. সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা। ফোন : ৮৯৯১৩৭১, ০১৯৩৭১৮২৪৭০. এরোনটিক্যাল ইনস্টিটিউট অব বাংলাদেশ.

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড - উইকিপিডিয়া - Wikipedia(Bn)

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে দেশের সকল পলিটেকনিক পরিচালনা করে। ... এস.এস.সি (ভোকেশনাল) ২ বছর মেয়াদী; ডিপ্লোমা ইন কমার্স (২ বছর মেয়াদী); এইচ.এস.সি (বিজনেস ম্যানেজম্যান্ট) ২ বছর মেয়াদী; ডিপ্লোমা-ইন-ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (৪ বছর মেয়াদী); ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (৪ বছর মেয়াদী); ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার (৪ বছর মেয়াদী); ডিপ্লোমা-ইন-ফিশারিজ (৪ বছর মেয়াদী); ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি এন্ড সার্ভিসেস(৪ বছর মেয়াদী) ... পলিটেকনিক ইন্সটিটিউট (ইংরেজী: Polytechnic Institute) একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব ও কর্মমুখী শিক্ষার প্রয়োগ ঘটে।

এস.এস.সির পর পলিটেকনিকে ভর্তির জন্য যা জানা প্রয়োজন । | polytechnic ...

Mar 28, 2015 - তারা পাশ করার পর কোন না কোন কলেজ/ মাদ্রাসা/ পলিটেকনিকে ভর্তি হবেন। যদি আপনি পলিটেকনিকে অর্থাৎ ডিপ্লোমা –ইন–ইঞ্জিনিয়ারিং ,মেরিন, টেক্সটাইল , গ্লাস এন্ড সিরামিক্‌স পড়াশুনা করতে চান তাহলে আপনার জন্য এইটি পোস্টটি । এস.এস.সি পরীক্ষার পর প্রতিযোগিতামূলক ভর্তি পদ্ধতির কারণে শিক্ষাগ্রহণ অনেকটাই প্রতিযোগিতামূলক হয়ে পড়েছে। ... পলিটেকনিক ইনস্টিটিউটগুলো থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভর্তি হওয়ার সুযোগ আছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সসহ (এএমআইই) দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ছাড়া রয়েছে ...

পলিটেকনিক/ সমমান শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি ...

Jul 11, 2017 - বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকাস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্ল্যাস এন্ড সিরামিক, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, ফেনি কম্পিউটার ইনস্টিটিউট, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট (কুমিল্লা), ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (বগুড়া) এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহে ০৪ (চার) ... ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে পাসকৃত এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ছেলেদের ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জি.পি.. ৩.০০ সহ ন্যূনতম ৩.৫০ জি.পি.. প্রাপ্ত শিক্ষার্থীরা এবং মেয়েদের ভর্তির ক্ষেত্রে গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জি.পি.. ৩.০০ সহ ন্যূনতম ৩.০০ জি.পি.. প্রাপ্ত শিক্ষার্থীরা এবং 'ও' লেভেলে যে কোন একটি বিষয়ে ...

Success Story - Saic Institute of Management & Technology l Best ...

সবাই চায় সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে। এরই ধারাবাহিকতায় আমি এস.এস.সি পরীক্ষার পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে একটি সফল প্রতিষ্ঠানের খোঁজে ঢাকায় আসি। ঢাকায় আমার এক চাচাত ভাইয়ের মাধ্যমে জানতে পারি পলিটেকনিক জগতে সফল প্রতিষ্ঠান সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজির কথা। যথারীতি আর দেরি না করে সাইক এর মেইন ক্যাম্পাসে এসে যোগাযোগ করি কিভাবে ভর্তি হওয়া যায়। ভর্তি হওয়ার পর লোকমুখে শোনা কথা বাস্তবে পরিনত হয়। এখানকার শিক্ষকদের আন্তরিকতা, ল্যাবসমূহের সুযোগ সুবিধা সত্যিই অনেক সমৃদ্ধ। প্রকৃতপক্ষে আমার দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে উঠার পেছনে সাইকের অবদান অনস্বীকার্য। বর্তমানে আমি নোমার হোম টেক্সটাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে ...

পলিটেকনিক ইনস্টিটিউট বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি চলছে ,যারা ...

আসসালামুআলাকুম। সবাই কেমন আছেন। ভাল থাকার জন্য দুওয়া করি। আমি আজ আপনাদের সাথে পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি , সুজুক, সুবিধা, ইত্যাদি বিষয় আলোচনা করব। আর বেশি কথা না বলে কাজের কথায় আসা যাক। এক আপনারা যারা পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে চান। আপনারা ভর্তি পরীক্ষা দিতে হবে। ... তবে এস এস সি তে জিপিএ ৩.৫০ থাকতে হবে। পলিটেকনিক এ ভর্তি কম্পিটিশন মোটামোটি ভালই। কোচিং করা আর না করা আপনার ব্যপার । কারন আমি দেখেছি অনেক ছাত্র/ছাত্রী কোচিং করে চ্যান্স পায় না। আবার অনেকে কোচিং না করেও চ্যান্স পায়। এটা আপনার উপর নিরর্ভর করবে। আপনি বলেছেন যে প্রথম এবং দ্বিতীয় শিফট এর মধ্যে লাভ কি। কোন লাভ ক্ষতি নেই আপনি কাজ পারলে ...

অনলাইন ভর্তি (ডিপ্লোমা পর্যায়) - DIRECTORATE OF TECHNICAL ...

অতঃপর কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট- www.techedu.gov.bd এর Home page হতে অনলাইন ভর্তি (ডিপ্লোমা পর্যায়) button click করে application form open করে যথাযথভাবে পূরণ করতে হবে । বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এস.এস.সি. উত্তীর্ণ আবেদনকারীদের নম্বর পত্রের সত্যায়িত কপি ও পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত রঙ্গীন ছবিসহ নির্ধারিত ফরমে আবেদন পত্র আগামী ২০/০৬/২০১৬ তারিখ ... উদাহরণঃ ১ম শিফটে ভর্তির ক্ষেত্রে ঢাকা পলিটেকনিক-সিভিল, কুমিল্লা পলিটেকনিক-সিভিল, ঢাকা মহিলা পলিটেকনিক-কম্পিউটার, ভিটিটিআই-ইলেকট্রিক্যাল, গাজীপুর টিএসসি- কম্পউটার এভাবে সর্বোচ্চ দশটি এবং ২য় শিফটের ভর্তির ক্ষেত্রেও একইভাবে সর্বোচ্চ ১০ টি অপশন নির্বাচন করা যাবে। ৪.

রেজাল্ট - ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট

স্টেপ প্রকল্পের বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের তালিকা ২৪/০১/২০১৮; স্টেপ প্রকল্পের বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের বৃত্তি গ্রহনের নোটিশ 24/01/2018; ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের প্রথম ও তৃতীয় পর্বের প 22/01/2018; জনাব সুব্রত কুমার কর্মকার , ড্রাফটসম্যান এর আন্তর্জাতিক পাসপোর্টের বিভাগীয় অনাপত্তি প্রদান প্ 19/11/2017; জনাব কে এম মাহবুব আল নূর , ক্রাফট ইনষ্ট্রাক্টর(সপ) এর আন্তর্জাতিক পাসপোর্টের বিভাগীয় অনাপত্তি প 19/11/2017; মোঃ সোহাগ মিয়া, ক্রাফট ইনষ্ট্রাক্টর(টিআর) এর আন্তর্জাতিক পাসপোর্টের বিভাগীয় অনাপত্তি প্রদান প্ 26/10/2017; ফরম ফিলাপ নোটিশ 14-10-2017; আন্তঃবিভাগ ভলিবল ...

বাংলাদেশে ডিপ্লোমা পলিটেকনিক ইন্সটিটিউট সমূহ (বেসরকারী ২য় পর্ব ...

Dec 1, 2014 - যেগুলোতে এস.এস.সি পাস করার পরে বিভিন্ন ক্যাটাগরীতে চার বছর মেয়াদী ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স করার জন্য শিক্ষার্থীরা ভর্তি হয়ে থাকেন। এসব ইন্সটিটিউট এর মধ্যে প্রায় অর্ধশতাধিক সরকারী ও দুই শতাধিকের অধিক বেসরকারী। নিন্মে বেসরকারী ডিপ্লোমা ইন্সটিটিউট গুলোর নাম, জেলা ও ফোন নম্ভর তুলে ধরা হল : বেসরকারী ডিপ্লোমা ইন্সটিটিউট সমূহ : ২য় পর্ব. ১১১) মাধবী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট; মাধবী, নরসিংদী, ঢাকা. ১১২) মধুপুর ইঞ্জিনিয়ারিং কলেজ; কোর্টপাড়া, মধুপুর, টাংগাইল. ১১৩) ম্যানগ্রোভ ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি; খান--সবুর রোড়, বাইকালী, খুলনা-৯০০০০, ফোন: ০৪১-৮৬১৬৩২. ১১৪) এমএডব্লিওটিএস ইন্সটিটিউট অব টেকনোলজি; ১/সি-১/, পল্লবী, ...

Page 1 ক্রঃ প্যাডাগােজি ১১ তম ব্যাচ, ভেন্যু টেকনিক্যাল টিচার্স ...

হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট. ০১৫৫৮৩৪৭২৬৬. জনাব সাধন চন্দ্র বিশ্বাস। জুনিয়র ইন্সট্রাক্টর (সিভিল). যশাের পলিটেকনিক ইন্সটিটিউট. ০১৫৫৮৩৩৫৪১৪. জনাব কে এম মাহারুল আলম. ইন্সট্রাক্টর (এনভায়রনমেন্ট). ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট. ০১৭২২৪৬৯৩৪১. জনাব মােঃ ইসরাফিল আলম. জুনিয়র ইন্সট্রাক্টর (মেকানিক্যাল). খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট ... নর্থ সাউথ পলিটেকনিক ইন্সটিটিউট, খুলনা. ০১৮৭১০৩৭০১৩. ১৬. মােঃ হুমায়ুন কবির। ইনস্ট্রাক্টর (কম্পিউটার). মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনােলজি,. যশাের। ০১৮৪১২৪৬৩৯৬. ১৭. দেবাশিষ মন্ডল. ইনস্ট্রাক্টর (ইলেক). ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড. ইনফরমেশন টেকনােলজি, গাজীপুর। ০১৭১১৩৯৯৭৫১. ১৮ . এস এম জাহিরুল ইসলাম ফরহাদ. ইনস্ট্রাক্টর ( আর এস).

[PDF]Untitled - কারিগরি শিক্ষা অধিদপ্তর

Dec 9, 2016 - অধ্যক্ষ, পলিটেকনিক ইনস্টিটিউট (সকল) । ৬। অধ্যক্ষ, গ্রাফিক আর্টস/ গ্রাস এন্ড সিরারিমক/বাংলাদেশ সার্ভে, কুমিল্লা/ফেনী কম্পিউটার ইনস্টিটিউট ফেনী। ৭। অধ্যক্ষ, টেকনিক্যাল স্কুল ও কলেজ (সকল)। -৮া ভারপ্রাপ্ত কর্মকর্তা আইসিটি সেল, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা (পত্রসহ বিজ্ঞপ্তিটি অধিদপ্তরের ওয়েব সাইটে প্রকাশের ... দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট, দিনাজপুর। . ১২. এ্যাপটাচ পলিটেকনিক ইন্সটিটিউট, নয়নপুর, দিনাজপুর। ১৩ . দিনাজপুর ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি, পাহাড়পুর, দিনাজপুর। ১৪. ১৩১৫৮ | এস আর এ ইন্সটিটিউ অব সায়েন্স এন্ড টেকনোলজি, মহল্লাঃ উত্তর বালুবাড়ী, কালুবাড়ী, দিনাজপুর। ১৫. | ১৪০২০ | টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, নীলফামারী। AL. ১৬ .

শিক্ষকসংকটে কারিগরি শিক্ষা হয়ে পড়েছে সনদসর্বস্ব - প্রথম আলো

Apr 27, 2012 - কারিগরি শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা জন্য শিক্ষকের অভাবকে অনেকাংশে দায়ী করছেন। তাঁরা বলছেন, শুধু পলিটেকনিক নয়, শিক্ষক ও টেকনিক্যাল কর্মচারীর স্বল্পতার কারণে ... শিক্ষকসংকট: কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশে এখন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে ৪৯টি, আর ভোকেশনাল ইনস্টিটিউট আছে ৬৪টি। ছাড়া আছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বস্ত্র প্রকৌশল, কৃষি ইনস্টিটিউটসহ মোট ১৫ ... কিছু দিন আগে প্রথম আলোতে জাফর ইকবাল স্যার লিখেছিলেন যে তিনি ট্রেনে যাওয়ার সময় দেখেন এক ঝাক ছাত্র ছাত্রী পড়ালেখা করছে - মানে সত্যি কথা হল মুখস্ত করছে - বি সি এস পরীক্ষার জন্য । আপনাদের যাদের ধারণা আছে বি সি এস প্রিলিমিনারী পরীক্ষা সম্পর্কে তারা দেখবেন ...

Sirajganj Polytechnic Institute - Digital Sirajganj

Sirajganj Polytechnic Institute সিরাজগঞ্জ জেলার একমাত্র সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এটি 2000 সালে মোহাম্মদ নাসিম এটি প্রতিষ্ঠা করেন।সর্বপ্রথম 2004 ... মোট পাঁচটি টেকনোলজি রয়েছে। ১.আর এ সি. ২.সিভিল. ৩.কম্পিউটার. ৪.ইলেকট্রনিক্স. ৫. ইলেকট্রিক্যাল. কোর্সের মেয়াদ. বাংলাদেশী ডিপ্লোমা কোর্সের সকল টেকনোলজির মেয়াদ ৪ বছর । যা আট টি সেমিস্টারের মাধ্যমে সম্পন্ন করা হয়। ভর্তির যোগ্যতা. এস.এস.সি বা সমমান পরীক্ষায় পাস করতে হবে। এবং ছেলেদের ক্ষেত্রে সাধারণ গনিতে অথবা উচ্চতার গনিতে কমপক্ষে জিপিএ ৩.০০ পয়েন্ট সহ সর্বনিম্ন ৩.৫০ পেতে হবে। ... বর্তমানে কারিগরি শিক্ষা বোর্ডের আদেশ অনুযায়ী বাংলাদেশের কোনো পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠান অফলাইনে কোন ভর্তি করা হয় না।

Anowara MATS & Anowara Polytechnic: Home

কারিগরি শিক্ষাবোর্ড ও স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত এবং রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ, নার্সিং ও ফার্মেসি কাউন্সিল অধিভূক্ত, সাইক গ্রুপ পরিচালিত আনোয়ারা মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এবং আনোয়ারা পলিকেটনিক ইনস্টিটিউট যথাক্রমে দিনাজপুর শিক্ষা নগরীর সর্ব বৃহৎ প্রাইভেট মেডিকেল ও অন্যতম পলিটেকনিক ইনস্টিটিউট। ... প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি করে দেশের আপামর জন সাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। বিস্তারিত. আনোয়ারা পলিকেটনিক ইনস্টিটিউট, দিনাজপুর । Video Tour. ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস. বিশ্বায়নের এই যুগে ইন্ডাস্ট্রির সংখ্যা ক্রমশই বাড়ছে। আর এ কারণে বাড়ছে ইঞ্জিনিয়ারিং শিক্ষার গুরুত্ব। নিশ্চিত কর্মসংস্থানের ...

পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রীদের টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ ...

Sep 22, 2013 - সময় তারা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে বসে পড়ে ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে শুধু মিছিল করে মহাসড়কের গোলচত্বর ঘুরে আসার পুলিশের অনুমতি নিয়ে মহাসড়কে গেলেও পুলিশ ধাওয়া দেয়। এসময় ছাত্র-ছাত্রীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে তারা সেখান থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের রাস্তায় অবস্থান কর্মসুচি পালন করে। সময় উপস্থিত ছিলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের টাঙ্গাইল জেলা আহবায়ক মীর মহাম্মদ হোসেন চুন্নুর, টাঙ্গাইল জেলা আইডিইবির সভাপতি কাজী জাকেরুল মওলা, সাধারণ সম্পাদক এস এম মাজহারুল ইসলাম ও সংগ্রাম পরিষদের সদস্য সচিব এইচ এম জাহাঙ্গীর আলম খানসহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও ডিপ্লোমা ...

Park Polytechnic Institute

কিন্তু এখন ও আমরা দেশের সাধারণ মানুষের জীবনের মান উন্নয়নতো স্বপ্ন কল্পনা এই আর কিছু নয়। অবস্থার প্রেক্ষিতে এদেশে কারিগরি শিক্ষার মান আরো দক্ষ সাবলিল ও সুদুর প্রসারী করা দরকার। শিক্ষা যেমন জীবন সমর্থক ও জীবনের সার্বিক বিকাশ যেমন অস্বীকার করা যায়না। তেমনি জীবিকার আয়োজন ও অসীম করার উপায় নেই। শিক্ষা জাতীর মেরুদন্ড আর কারিগরি শিক্ষা হলো শিল্প নৈপূণ্য সমন্ধনীয় শিক্ষা। শিল্প দ্রব্যের উৎপাদন বা নির্মান সর্ম্পকীয় শিক্ষা ও বলা যায়। দেশের সে বাস্তবতাকে অনুধাবন করে মুন্নজাহান ফাউন্ডেশনের উদ্যোগে মহা পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট। ঢাকা মহানগরীর অতি নিকটে নারায়নগঞ্জ ও চিটাগাং রোডের মাঝামাঝি নান্দনিক পরিবেশে ...

[PDF]-ffi.l

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট. ঠাকুরগাঁও। দপ্তর নির্দেশ. এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক- কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, ১ম পর্ব পরীপূরক পরীক্ষা-. ২০১৭ এর ফলাফল একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মােতাবেক অদ্য ০৩/০৪/২০১৭ ইং তারিখ প্রকাশ করা হল। ১। আর এ সি (১ম পর্ব ১ম শিফট) ঃ. (ক) উত্তীৰ্ণ রােল ... মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা। ২। পরীক্ষা নিয়ন্ত্রক, বাকাশিবাে, ঢাকা। ৩। বিভাগীয় প্রধান-কম্পিউটার/এআইডিটিফুড/রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং আর, এস, অত্র প্রতিষ্টান। ৪। পরীক্ষা নিয়ন্ত্রক কক্ষ কর্মকর্তা। ৫। হিসাব বিভাগ, অত্র প্রতিষ্টান। ৬। নােটিশ বাের্ড। ৭। নথি । অধ্যক্ষ. ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট.

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তির ফলাফল - Edujobsbd.com

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ল্যাপটপে তিনজন শিক্ষার্থীর ট্রাকিং নম্বর এন্ট্রি করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। আর অপেক্ষমান তালিকা থেকে ২-২৪ জুলাই ভর্তি শেষে আগামী ১৬ আগস্ট ক্লাস শুরু হবে। এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদের কোর্সে ৬ লাখ ৫৬ হাজার ৬০৬ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। এর মধ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং একটি ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের দুই শিফটে মোট ৫৭ হাজার ৭৮০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে।

AmaderBarisal.com - বরিশালে মহিলা পলিটেকনিক আর সব জেলায় ...

বরিশালে মহিলা পলিটেকনিক আর সব জেলায় বিশ্ববিদ্যালয় হবে -প্রধানমন্ত্রী. অনলাইন ডেস্ক আমাদেরবরিশাল.কম. ১২ জানুয়ারী ২০১৭ বৃহস্পতিবার ৯:০৫:১৫ অপরাহ্ন. আ'লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন বরিশাল বিভাগীয় শহরে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। একই সাথে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগীয় সদরেও মহিলা ... স্মরণ করছি বিএনপি-জামাত জোট সরকারের সময় নির্মম হত্যাকা-ের শিকার সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া, আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, মমতাজউদ্দিনসহ ২১ হাজার নেতা-কর্মীকে। স্মরণ করছি সম্প্রতি নিহত গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন-কে।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকদের কর্মবিরতি - Amadershomoy

Feb 5, 2018 - সুশান্ত সাহা : রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দুই শিক্ষকের উপর হামলার ঘটনায় বিচারের দাবীতে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা। এতে কলেজটিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ঘটনায় শিক্ষরা কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি দিয়েছে। সোমবার সকাল থেকে সকল বিভাগের শিক্ষক কর্মচারীরা ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করছে। জানা যায়, গতকাল রোববার দুপরে শ্রেণিকক্ষ সামনে আর্কিটেকচার বিভাগের ইনস্ট্রাক্টর আশিক ও আর এস বিভাগের খন্ডকালীন শিক্ষক রাজুকে ক্লাস চলাকালীন সময়ে শ্রেণিকক্ষের সামনে মারধর করে কলেজের ছাত্র হাসানসহ গ্রুপের সহযোগীরা ছাত্ররা । হাসান কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদীর অনুসারী। পরীক্ষার ফলাফল ...

কিভাবে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির আবেদন করবেন - Education News

Sep 15, 2016 - পলিটেকনিক ইনস্টিটিউট পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তির আবেদন করার পদ্ধতি ও নিয়মাবলী. ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথমে ভর্তি আবেদন ফি ১৫০ টাকা জমা দিতে হবে। টাকা পাঠাতে হবে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে। যা এসএমএস এর মাধ্যমে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে। অতঃপর কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট- http://www.techedu.gov.bd লগ ইন করে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ করার সময় আবেদন কারির ২ কপি পাসপোর্ট সাইজ ফটো জমা দিতে হবে আর তা অবশ্যই সত্যায়িত হতে হবে। আর তার সাথে আবেদনকারীর এস.এস.সি/সমমানের পরীক্ষায়. উত্তীর্ণ পাপ্ত নম্বর পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

বাংলােদশ কািরগির িশ া েবাড পরী া িনয় ণ িবভাগ আগার

৩. ১৩১৪৫. দিনাজপুর ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনােলজি,. পাহারপুর, সদর, দিনাজপুর।। ৪. ১৩১৪৭. ইকোসার্ভ পলিটেকনিক ইন্সটিটিউট. বড় বন্দর, নতুন পাড়া, কোতয়ালী, দিনাজপুর। ৫. ১৩১৫৭. আলফাহ্ পলিটেকনিক ইন্সটিটিউট, নিউটাউন. হাউজিং মােড়, দিনাজপুর । ৬, ১৩১৫৮. এস আর এ ইন্সটিটিউ অব সায়েন্স এন্ড. টেকনােলজি, মহল্লাঃ উত্তর বলুবাড়ী, বালুবাড়ী, ..... সােনাডাংগা, আ/, (১ম ফেজ), খুলনা।। ৩৫১৪৯. স্কয়ার পলিটেকনিক ইন্সটিটিউট. রােড-১০২, হাউজিং এস্টেট, খালিশপুর, খুলনা. সেতারা-আববাস টেকনিক্যাল এন্ড বিজনেস. ম্যানেজমেন্ট কলেজ. ৯০ রশি রােড, মােড়েলগঞ্জ, বাগেরহাট। ৩৬০০৫. সাকিনা আজহার টেকনিক্যাল কলেজ. মৌজা-মুলঘর,ফকির হাট, বাগেরহাট। ৩৬০৮১. খানজাহান আলী পলিটেকনিক ইনস্টিটিউট. ভি.আই.পি.

মিরপুর পলিটেকনিক ইনস্টিটিউট - টিপস টিউটোরিয়াল বিডি

Dec 17, 2015 - প্রকৌশল ,কে,এম ফারুক (বি,এস,সি ইঞ্জিনিয়ার, বুয়েট). অধ্যক্ষ ও সাবেক পরিচালক বি,এম,ই,টি প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। পরিচালক. জনাব মনোয়ারা আজাদ. কার্য নির্বাহী সদস্য ও পরিচালক MPI মিরপুর পলিটেকনিক ইন্সটিটিউট। ভর্তির যোগ্যতা. এস.এস.সি (বিজ্ঞান/ মানবিক/ ব্যবসায়/ ... শিক্ষকগণ প্রয়োজনবোধে মাল্টিমিডিয়া প্রজেক্টরও ব্যবহার করে থাকেন। পরীক্ষা নেবার জন্য আলাদা কোন কক্ষ নেই। ক্লাশরুমগুলোতেই পরীক্ষা নেয়া নেয়া হয়। তিনটি ভবনে সব মিলিয়ে মোট ৩০টি কক্ষ আছে। ড্রেসকোড: ছেলেদের পোশাক হচ্ছে সাদা শার্ট এবং কালো প্যান্ট, মেয়েদের পোশাক হচ্ছে সাদা কামিজ। আর সবাইকেই কালো জুতা পরতে হয়।

All Diploma Result – Polytechnic Exam SHORT Suggetion Helpline

Oct 23, 2014 - সরকারী পলিটেকনিকে মেয়েদের পড়াশুনার পাশাপাশি মেয়েদের জন্য আলাদাভাবে কয়েকটি জেলাতে রয়েছে সরকারী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট । ভর্তি যোগ্যতাঃ. এসএসসি/ দাখিল/ ভোকেশনাল/ সমমানের ... যে পলিটেকনিক কলেজে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে চান সেই পলিটেকনিক কলেজের নাম সিলেক্ট করে দিতে হবে আর যে কলেজের কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিতে চান সে কলেজের (ভর্তি পরীক্ষার কেন্দ্র) নাম সিলেক্ট করে দিতে হবে। উদাহরণস্বরুপ আপনি ঢাকা সরকারী পলিটেকনিকে পড়তে চান তাই যে .... কিন্তু পলিটেকনিক ছাত্ররা ডিপ্লোমা ইনজিনিয়ারিং পাস করে একজন এইচ এস সি ছাত্রদের মতো বি এস সি ইনিজিনিয়ারিং ভর্তি হচ্ছে। দালালরা যে লিংক দেখাচ্ছে সেটি ভূয়া।কোন নোটিশ বা ...

Sarabangla.net » শিক্ষককে মারধরের জেরে ঢাকা পলিটেকনিকে অচলাবস্থা

সিনিয়র করেসপন্ডেন্ট. ঢাকা: তেজগাঁও শিল্প এলাকায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দুই শিক্ষকের উপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। এতে কলেজটিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ঘটনায় শিক্ষকরা কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি দিয়েছে। সোমবার সকাল থেকে সকল বিভাগের শিক্ষক কর্মচারীরা ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করে। সূত্র জানায়, রোববার দুপরে শ্রেণীকক্ষে সামনে আর্কিটেকচার বিভাগের ইনস্ট্রাক্টর আশিক ও আর এস বিভাগের খন্ডকালীন শিক্ষক রাজুকে ক্লাস চলাকালীন সময়ে শ্রেণিকক্ষের সামনে মারধর করে কলেজের ছাত্র হাসানসহ গ্রুপের সহযোগী ছাত্ররা । হাসান কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদীর অনুসারী। পরীক্ষার ফলাফল খারাপ ...

[PDF]Microsoft Word - 3435_02 NL_Bengali_TR_BN_QC.doc

রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট (আর.পি.আই.) (আর্লি অ্যাকশন)। ভ্যান্ডারবিল্ট কলেজ (পসে ফুল টিউশন স্কলারশিপ). ইয়েল ইউনিভার্সিটি (আর্লি ডিসিশন). অ্যাডেলফাই ইউনিভার্সিটি. মার্সি কলেজ. পেন স্টেট ইউনিভার্সিটি. স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক (সুনি) বিংহ্যামটন. স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক (সুনি) আলবেনি. | সিনিয়র শিক্ষার্থী। বিলম্বে কলেজে ভর্তির আবেদন: এখনাে কলেজে. ভর্তির আবেদন না করা সিনিয়রদের পিতামাতারা. অবশ্যই এইচ.এস.এম.এস.ই-এর ওয়েবসাইট থেকে। বিলম্বে ভর্তির আবেদন গ্রহণকারী কলেজের তালিকা. তৈরি করবেন। অনুগ্রহ করে ড্রপ-ডাউন মেনুতে. “কলেজ ইনফরমেশন” এবং “চেকলিস্ট দেখুন। এফ..এফ.এস..-তে আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারি ২৪ তারিখ পর্যন্ত। ৮টা. ফেব্রুয়ারি ...

[PDF]Pdf file

বিষয়ঃ বিভাগীয় সদরে ৩-টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন শীর্ষক (রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম) সমাপ্ত প্রকল্পের ৬৭ জন কর্মচারীকে. অস্থায়ী ভাবে রাজস্বখাতে পদায়ন প্রসংগে। উপযুক্ত বিষয়ের আলােকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এস,আর,ও নং-২২-আইন/২০১৪ বিধিমালা 'শিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের. নিয়ােগপ্রাপ্ত কর্মকর্তা ও ... ফিজিক্যাল ইন্সট্রাক্টর. জনাব ফিরােজা নাসরিন. ফিজিক্যাল ইন্ট্রাক্টর. জনাব মােঃ আজাহার আলী। প্রধান সহকারী. জনাব . বি.এম খালেকুজ্জামান. প্রধান সহকারী. জনাব আহাম্মদ আলী। ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর. জনাব মােঃ রফিকুল ইসলাম. ইলেকট্রিশিয়ান-কাম-পাম্প অপারেটর. জনাব নুফায়েন আহমেদ. কোষাধ্যক্ষ. জনাব মােহাম্মদ আবুল হাসেম. কোষাধ্যক্ষ.

Engineering Success Story - SAIC

আমার জীবনে স্বপ্ন ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ার হব। কিন্তু জানতাম না কিভাবে হব। এস. এস . সি পাশ করার পর সাইক গ্রুপের বগুড়া ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমার ডিপ্লোমা অধিক ব্যবহারিক এর মাধ্যমে শেষ করি এবং J.K Group সফল ভাবে চাকুরী করছি। সাইক গ্রুপের মাধ্যমে জীবনকে দক্ষ করতে পেরেছি। মোঃ মেহেদী হাসান এ্যাসিস্টেন্ট প্রোডাকশন অফিসার জে. কে গ্রুপ সাভার, ঢাকা। আমরা তিন ভাই দুই বোন আমি ছাড়া সবাই সাধারন শিক্ষাই শিক্ষিত। তাদেরকে খুব কাছ থেকে দেখেছি শিক্ষা জীবন শেষ করে চাকুরী লাভ করে সময়ের সাথে সাথে খুবই কষ্ট সাধ্য ও ছিল। তাই সিদ্ধান্ত নিলাম কারিগরি শিক্ষা গ্রহন করব। আর আমার এই ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে সাইক গ্রুপের বগুড়া ...

তিন ছাত্রকে বহিষ্কার - Prothom Alo

Jul 16, 2014 - পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের তিন ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের পর্ব সমাপনী পরীক্ষায় ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ঘটনা ঘটে। বহিষ্কৃত তিন শিক্ষার্থী হলেন সিভিল বিভাগের মো. সালমান হোসেন, এস এম মবিনুর রহমান ও সুমন। জেলার নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামান জানান, নকলসহ হাতেনাতে ধরে শিক্ষার্থীদের এক বছরের জন্য বহিষ্কার করা হয়। আরও সংবাদ ...

আনন্দবাজার পত্রিকা - কাজের বাজার

ইউপিএসসি আয়োজিত সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষার প্রশিক্ষণ কেন্দ্র দ্য এজ- প্রশিক্ষণের নতুন মরসুম চালু হচ্ছে। ... ক্ষেত্রে কলেজগুলির পরিকাঠামো, পড়াশোনার পরিবেশ, শিক্ষকমণ্ডলী, প্লেসমেন্টের সুযোগ ইত্যাদি যাচাই করার চেষ্টা করুন ভর্তি হওয়ার আগে। ... উত্তর: মাধ্যমিকের পর জেক্সপো দিয়ে যে সমস্ত পলিটেকনিক কলেজে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পড়া যায়, সেগুলি হল মালদহ পলিটেকনিক, এস সি মৈত্র ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আর পি বি এম, জিয়াগঞ্জ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (মুর্শিদাবাদ), রায়গঞ্জ পলিটেকনিক (উত্তর দিনাজপুর), কোচবিহার পলিটেকনিক (কোচবিহার), দ্য নিউ হরাইজন ইনস্টিটিউট অফ টেকনোলজি ...

[PDF]এস, আর, ও নং ২৮৭-আইন/২০০৫

রেজিস্টার্ড নং ডি -১. বাংলাদেশ (6). গেজেট. " অতিরিক্ত সংখ্যা. কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত। | বুধবার, অক্টোবর ১২, ২০০৫. C. ৪। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার । খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়. প্রজ্ঞাপন। তারিখ, ২৬ আশ্বিন ১৪১২/১১ অক্টোবর ২০০৫. এস, আর, ও নং ২৮৭-আইন/২০০৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের. ১৩৩ অনুচ্ছেদের শর্তাংশে .... সরাসরি নিয়ােগের ক্ষেত্রেঃ. (১) কোন স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হইতে. পুরকৌশল বিষয়ে প্রথম শ্রেণীর ডিপ্লোমা ডিগ্রী;. অথবা. (২) সংশ্লিষ্ট বিষয়ে ৩ (তিন) বৎসরের চাকুরী. অভিজ্ঞতাসহ দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা ডিগ্রী। বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, অক্টোবর ১২, ২০০৫. অনূর্ধ্ব ৩০ বৎসর (১) ১০% পদ পদোন্নতির মাধ্যমে; এবং. ৪। ড্রাফটসম্যান।

কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে এ শুরু হলো ফাস্ট পে শিওরক্যাশ মোবাইল ...

Apr 6, 2015 - অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, চীফ ইন্সট্রাক্টর (কম্পিউটার) বুলবুল আহমেদ, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান ফুড টেকনোলজি মুহাম্মদ খোরশেদ আলম, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (নন-টেক) মোহাম্মদ ওয়াজিদ হোসেন, ইন্সট্রাক্টর (টেক) কম্পিউটার সৈয়দ কামরুল হাসান ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ময়মনসিংহ শাখার প্রতিনিধি আজিজুল হক আজিজ। First_Pay_Sure_Cash এছাড়াও শিওরক্যাশ এর পক্ষথেকে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জোনের এরিয়া ম্যানেজার মোঃ মাসুদুর রহমান, টেরিটরি ম্যানেজার মেহেদী হাসান সজীব, ডিস্ট্রিবিউটর আর এন কর্পোরেশনের চেয়ারম্যান হাজী মোঃ তৌফিকুল ইসলাম (নোভেল) ও এম এস জিসা ...

কারিগরি শিক্ষা সর্ম্পকে সকল খবরাখবর পড়ুন - Newspapers71.com

বাংলাদেশের কারিগরি শিক্ষাকে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযোগী করে গড়ে তোলার লক্ষে বাংলাদেশের ৮২ টি পলিটেকনিক ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও সরকারি সংস্থা চীনের ৪ টি প্রতিষ্ঠানের সাথে ৮২ টি দ্বি-পাক্ষিক. Publisher: Kaler Kantho Last Update: 2 Days, 19 Hours, .... দেশের সরকারস্বীকৃত সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান . Publisher: Prothom-alo.com Last Update: 2 Months, .... শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২৩ টি জেলায় একটি করে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হবে। আজ শনিবার আইডিইবি মিলনায়তনে কারিগরি শিক্ষা অধিদফতর ...

December 2017 | Page 76 | ইউনিক নিউজ

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরের মানুষিক রুগী আনন্দ অধিকারী ২ সপ্তাহ যাবৎ নিখোজ রয়েছে।কেশবপুর ... ছেড়ে আসা দোলা পরিবহনের একটি গাড়ী শুক্রবার রাত সাড়ে ৮টার পর গোপালগঞ্জের বেদগ্রাম নতুন বাসস্ট্যান্ডের কাছে পৌছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এতে ওই গাড়ীটি রাস্তার পাশে রাখা গাছ ভর্তি একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ৬জন ও হাসপাতালে নেয়ার পর আরো ১জনসহ মোট ৭ জন বাসযাত্রী মারা যায়। ঘটনায় আহত হয় আরো ৩০ জন। ... শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে এবং স্কিলস এন্ড ট্রেনিং এনহান্সমেন্ট প্রজেক্ট এর সহযোগিতায় পলিটেকনিক ইনস্টিটিউটের নিজস্ব প্রাঙ্গনে জব ফেয়ার অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দুর্নীতি আর অনিয়মে চলছে পলিটেকনিক ...

Dec 1, 2016 - স্টাফ রিপোর্টার: পলিটেকনিক ইনস্টিটিউট চাঁদপুর ষোলঘর ক্যাম্পাসের শিক্ষার্থীরা প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ শাহ আলমের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দেখিয়ে আন্দোলন করেছে। গতকাল ২৯ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করে। ২০১০ সালে পলিটেকনিক ইনস্টিটিউট চাঁদপুর ষোলঘর ক্যাম্পাসের যাত্রা শুরু হয়। এরপর থেকে ব্যাপক অনিয়ম আর দুর্নীতি নিয়ে অধ্যক্ষ শাহ আলম চালাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান। ক্যাম্পাসে নেই পর্যাপ্ত শিক্ষক, নেই টুল টেবিল। শুধু নামে চলছে পলিটেকনিক ইন্সটিটিউট। এখানে সিভিল, মেরিন, কম্পিউটার ও ইলেক্ট্রনিকসহ ৪টি বিভাগ রয়েছে। এসব বিভাগের জন্য যেসব শিক্ষা সামগ্রীসহ ম্যাকানিকেল আসবাবপত্র ...

ছিলটি মাথ আর নাগরি বর্ণ হিকৌকা : পলিটেকনিক প্রতিষ্ঠানসমূহে ২য় শিফটে ...

Jun 25, 2015 - পলিটেকনিক ভর্তি, ২য় শিফটে ভর্তির আবেদন. ... ক্ষেত্রে (BTE) YYYYYY এর জায়গায় আবেদনকারীর নিজের এস এস সি পরীক্ষার রোল নম্বর. ZZZZ এর জায়গায় এস এস সি পাশের সন এবং. RRRRRR এর জায়গায় এস এস সি পরীক্ষার রেজিষ্ট্রেশন নম্বর লিখতে হবে। SMS –প্রেরণকারী আবেদনের যোগ্য হলে ফিরতি SMS – একটি PIN , প্রার্থীর নাম, পিতার নাম এবং পরীক্ষার ফি হিসেবে ১৫০.০০ (একশত পঞ্চাশ ) টাকা কেটে রাখার সম্মতি চেয়ে ফিরতি SMS দেওয়া হবে। প্রার্থীকে তার নাম, পিতার নাম ইত্যাদি তথ্যাদি মনোযোগের সাথে দেখে নিয়ে তথ্যাদি সঠিক থাকলে সম্মতি দিতে হবে। সম্মতি দেয়ার জন্য নিম্নোক্ত ভাবে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে । উদাহরণঃ DTE YES PIN Your mobile number

চট্টগ্রামে মেস থেকে অস্ত্রসহ ছাত্রলীগের ২৫ জন আটক - bangladeshdainik

Jan 21, 2018 - এম এস ইসলাম চট্রগ্রাম: চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কাল শনিবার সন্ধ্যায় সংঘর্ষের পর রাতে বায়োজিদ থানা খুলশী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মেসের ছাদ থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ অন্তত ২৫ জনকে ছাত্রকে আটক করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-৮টি রাম দা, ও ৭টি কিরিচ। তবে পুলিশ দেশীয় ... ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০/১২ জনকে আটক করা হয়েছে। তারা সবাই প্রথম ... চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক জমির উদ্দিন নাহিদ বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের সন্ত্রাস আর চাঁদাবাজিতে জিম্মি হয়ে আছে পলিটেকনিক শিক্ষার্থী এবং এলাকার হাজার হাজার মানুষ। আধিপত্য ...

লাইফ লাইন পলিটেকনিক ইন্সটিটিউট এ জব ফেয়ার | Bangladesh Online News ...

Nov 7, 2017 - আগ্রহী প্রার্থী গণ সেদিন বায়োডাটা ও অন্যন্যা দক্ষতার কাগজপএ সহ সকাল ৯টা থেকে বিকাল ৫ টার মধ্যে যেকোন সময় মেলার অংশগ্রহন করে পরিবর্তন করতে পারেন আপনার ভাগ্য। অএ প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব জালাল উদ্দীন আহমেদ জানান,. কারিগরি শিক্ষার প্রসার ও কারিগরি শিক্ষাথীদের কর্ম-সংস্থানের লক্ষে লাইফ লাইন পলিটেকনিক ইনস্টিটিউট জব ফেয়ার এর আয়োজন করে। যদিও এটি লাইফ লাইন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষাথীদের জন্য আয়োজন করা হয় কিন্তু পরবর্তীতে বেকার সমস্যা সমাধানে ও আমাদের পার্শ্ববর্তি ইনস্টিটিউট ও সাধারণ শিক্ষাথীদের কথা চিন্তা করে এই জব ফেয়ারকে সকলের জন্য উম্মমুক্ত করা হয়। কেননা আমরা সকলে মিলে কারিগরি শিক্ষার প্রসারে এগিয়ে যেতে চাই।

কারিগরিতে কেন পড়বেন? | | :: চাঁদপুর কন্ঠ ::

Jun 14, 2016 - অধিদপ্তর মূল ৪টি কাজ সম্পাদনা করে আসছে। কাজগুলো হলো : মানব সম্পদ ব্যবস্থাপনা, উন্নয়ন কর্মকা- পরিচালনা, একাডেমিক কার্যক্রমের তদারকীকরণ এবং কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সংযোগ সৃষ্টি করা। সরকারি তথ্য মতে, এই অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মোট ১১৮টি। প্রথম ও দ্বিতীয় শিফটে মিলে প্রতি বছর প্রায় ৯৯,১০৮ জন শিক্ষার্থী এখানে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। তিনটি স্তরে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। পর্যায়গুলো হলো : সার্টিফিকেট, ডিপ্লোমা ও ডিগ্রি পর্যায়। সার্টিফিকেট পর্যায়ে রয়েছে ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজ। ১টি ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। ডিপ্লোমা পর্যায় ৪৯টি পলিটেকনিক ...

Gov Diploma Institute - Rahayu Consultancy

4 চাটমোহর পলিটেকনিক এন্ড টেঙ্টাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট Pabna 5 চাঁদপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট Chandpur 6 চিটাগাং টেকনিক্যাল কলেজ Chittagong 7 চিটাগাং সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউট Chittagong 8 চুয়াডাঙ্গা পলিটেকনিক ইন্সটিটিউট Chuadanga 9 টাঙ্গাইল ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি Tangail 10 টি এম এস এস টেকনিক্যাল ইন্সটিটিউট Bogra 11 টোকিও বাংলা পলিটেকনিক ইন্সটিটিউট Jessore 12 ভি এ এস পলিটেকনিক ইন্সটিটিউট Satkhira 13 এরোনটিক্যাল ইন্সটিটিউট অব বাংলাদেশ Dhaka 14 এস এফ আইডিয়াল পলিটেকনিক ইন্সটিটিউট Rangpur 15 এস এস আর ইন্সটিটিউট অব টেকনোলজি Dhaka 16 এস আর এ ইন্সটিটিউ অব সায়েন্স এন্ড টেকনোলজি মহল Rangpur

ক্যারিয়ার ভাবনা; ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এন্ড এগ্রিকালচার ...

কাজেই চাইলেই যে কেউ এস.এস. সি. এর পর পছন্দ মত কারিগরি বিষয়ে ডিপ্লোমা করে হতে পারেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, নিজের ক্যারিয়ার সাজাতে পারেন অবিশ্বাস্য দ্রুততায়। দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য রয়েছে অপার সম্ভাবনা। প্রত্যেক বছর অসংখ্য শিক্ষার্থী ভর্তি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে। বাংলাদেশে বর্তমানে ৫০টি সরকারি ও ৪৩৯টি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ৩৫টিরও বেশি বিষয়ে প্রায় ৭২ হাজার ৯২০টি আসনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি হচ্ছে শিক্ষার্থীরা। মেয়েদের জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় রয়েছে চারটি আলাদা পলিটেকনিক ইনস্টিটিউট। এছাড়া সারাদেশে আরো ১৩টি কৃষি ডিপ্লোমা, ৩টি টেক্সটাইল, ৩৯টি হেল্থ টেকনোলজি, ১টি গ্রাফিক্স ...

ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ সমাবেশ :: দৈনিক ইত্তেফাক

Jul 5, 2013 - ২০০৮ সালের এস আর ও সংশোধন, পদোন্নতি কোটা ৫০ ভাগ উন্নীত করণ, টাইমবার পদোন্নতি প্রথার প্রবর্তনসহ ১২ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ। রাজধানীর তেজগাঁও সাতরাস্তার মোড়ে গতকাল বৃহস্পতিবার পরিষদের নেতাকর্মীরা এক সমাবেশে এই ... পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে ... চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ ঘোষিত কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে তাদের দাবি না মানা হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে ...

মনের জানালা - নভেম্বর ০৬, ২০১০ - Bangla Health । বাংলা হেলথ

Nov 16, 2010 - প্রথম প্রথম খারাপ লাগলেও এখন আর কিছু মনে হয় না। কিন্তু দিন দিন আমি যেন আরও খারাপ হয়ে যাচ্ছি। বিশ্বাস করুন, আমি এমনটা হতে চাইনি। কিন্তু আমাদের সমাজে বন্ধু নামের নির্দয় নিষ্ঠুর পাষাণ পশুগুলো কাউকে ভালো হতে দেয় না। ওরা চায় না কেউ ভালো হোক। বন্ধু ছাড়াই একা একা থাকতে চেয়েছি, কিন্তু তা সম্ভব নয়। তাই আমি পথ বেছে নিতে বাধ্য হলাম। বন্ধ-বিচ্ছেদে আমার মন ভেঙে গেছে। লেখাপড়া হচ্ছে না। পথে থাকলে কি মনের মতো বন্ধু পাব, যে চিরদিন ছায়ার মতো আমার পাশে থাকবে। কখনো চলে যাবে না, ওই পশুগুলোর মতো। আমি এখন কী করব? এস আর সাইদ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট। পরামর্শ: আমি তোমার সঙ্গে বিষয়ে একমত। যুগের সমাজে যারা খুব সরল মনের মানুষ, তাদের ...

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলা নববর্ষ উদযাপন - Comillar Kagoj

Apr 16, 2017 - সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মোহা. বাবর আলীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ্, পাওয়ার টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর প্রকৌশলী মোঃ সাজিদ, ইলেক্ট্রিক্যাল টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর প্রকৌশলী .জি.এম সাহাব উদ্দিন, সিভিল টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর প্রকৌশলী মোঃ মজিবুর রহমান, কম্পিউটার টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর প্রকৌশলী মোঃ আবদুল ওয়াদুদ, মেকানিক্যাল টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর প্রকৌশলী কাজী নুরুস সালাম, আর.এস টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদের কুপই শাখার সভাপতি বিমল কুমার চন্দ, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির ...

মৌলভীবাজার পলিটেকনিকে ইনস্টিটিউট লেভেল দক্ষতা প্রতিযোগিতা ...

... আলী, মৌলভীবাজার: 'শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ' এই স্লোগানকে সামনে রেখে দক্ষতা এবং প্রশিক্ষণ বৃদ্ধির প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে কারিগরি শিক্ষার্থীদের নিয়ে ইনস্টিটিউট লেভেল দক্ষতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আহসানুর রহমানের সভাপতিত্বে ও ফুড বিভাগের শিক্ষক আশরাফ শেখের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রুকন উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ শেখ নাহিদ নেওয়াজ, ইনস্টিটিউটের আর. .

এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলে - বাংলাফাই

SAIC INSTITUTE OF MEDICAL TECHNOLOGY (SIMT)

Mar 20, 2016 - এই Society এর অধীনে ঢাকা সহ আরও ৬টি জেলাতে ৪টি পলিটেকনিক, ১টি মেরিন একাডেমী, ৬টি ডিপ্লোমা মেডিকেল ইনস্টিটিউট, ৬টি IHT, ৬টি MATS, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে B.Sc in Heath Technology, বগুড়ায় ৬০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ১টি ডায়াগনস্টিক ল্যাব এবং ঢাকায় ১টি ডায়াগনস্টিক ল্যাব রয়েছে। ..... কেন্দ্র, স্কুল হেলথ্‌ ক্লিনিক, বিভিন্ন আধাসরকারি/ কর্পোরেশন যেমনঃ তিতাস গ্যাস, বি আই ডব্লিউ টি , বিজি প্রেস, বাংলাদেশ বিমান, ইত্যাদি প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান যেমন:- ব্র্যাক,আশা, MY¯^v¯'¨, কেয়ার, গণ সাহায্য সংস্থা, আই সি ডি ডি আর বি, সেভ দ্যা চিলড্রেন, প্রভৃতি প্রতিষ্ঠানে তারা নিয়োগ প্রাপ্ত হয় এবং কাজ করার সুযোগ পায়।

পলিটেকনিকে ভর্তির সময় ৮ দিন বাড়লো - সংবাদ ৫২

Jun 12, 2016 - ঢাকা : ২০১৬-১৭ শিক্ষাবর্ষে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত পলিটেকনিক ইনস্টিটিউট ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহে ভর্তি আবেদনের সময় ৮ দিন বাড়ানো হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অশোক কুমার বিশ্বাস বাংলামেইলকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, '১২ জুন পর্যন্ত সময় নির্ধারিত ছিল। ১৬ জুন একাদশে ভর্তির আবেদনের ফলাফল দেবে। ১২ তারিখে কারিগরিতে ভর্তির আবেদন বন্ধ করে দিলে, ওদিকে ১৬ তারিখের ফলাফলে কেউ সুযোগ না পেলে তখন দেখা যাবে তার ভর্তির আর সুযোগ থাকবে না।' তিনি বলেন, 'অন্তত একটা দরজা তো খোলা রাখতে হবে। যাতে কোনো শিক্ষার্থী বিপদে না পড়ে। আমরা মিটিংয়ে বসেছিলাম। বিষয়ের উপর ভিত্তি করে ২০ ...

প্রাইম ইসলামী লাইফ মন্টেজ পলিটেকনিক ইনস্টিটিউটের চুক্তি - Bhorer Kagoj

Aug 28, 2017 - চুক্তিতে প্রাইম ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, এফসিএ এবং মন্টেজ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. ফকরুল আমীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। সময় আরো উপস্থিত ছিলেন- মন্টেজ পলিটেকনিকের ভাইস-প্রিন্সিপাল মো. আলাউদ্দীন আল মামুন, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. আনোয়ার হোসাইন এবং প্রাইম ইসলামী লাইফের কোম্পানি সচিব হাবিবুর রহমান, পলিসি ও দাবি বিভাগের ইনচার্জ আজরা পারভীন সাঈদ, সিএফও রফিক আহমেদ, আইটি ইনচার্জ আ ফ ম জাকারিয়া, প্রশাসন বিভাগের ইনচার্জ এস এম আল মামুন, কমিশন ইনচার্জ শেখ আবু খালেদ, অ্যাকচুরিয়াল ইনচার্জ শহিদুর রহমান, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের ইনচার্জ শাহজাহান মল্লিক, ...

বিএনপি প্রসঙ্গে তথ্যমন্ত্রী : জিতলে চাইবেন সরকারের পদত্যাগ, হারলে করবেন ...

Apr 19, 2015 - ভোটে যদি তারা হারেন তাহলে তারা বাংলাদেশে আবার আগুন-সন্ত্রাসের রাজনীতি করবেন। আর ভোটে জিতলে বলবেন, সরকার পদত্যাগ করো। এই নির্বাচন করবেন আর জাতীয় নির্বাচন করবেন না। গতকাল শনিবার সকালে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এর আগে চট্টগাম, গাজীপুরে যখন বিএনপি জিতেছে তখন কী লেভেল প্লেয়িং ছিল না। তাই ভোটের নিরপেক্ষতার প্রশ্ন একটা ভুয়া প্রশ্ন। জাতীয় সংসদ নির্বাচন বর্জন আর স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ দ্বৈতনীতি সম্পর্কে খালেদা জিয়া আগে জনগণের কাছে কৈফিয়ত দিন। সময় কুষ্টিয়ার জেলা ...

স্থানীয়-১০ - Page 168 of 659 - দৈনিক পূর্বকোণ

আলিম ১ম বর্ষের শিক্ষার্থী হিসেবে যারা আজ এই মাদরাসায় সবক অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তাদের জ্ঞান অর্জনকে তপস্যা হিসেবে গ্রহণ করতে হবে। মানবিকতা, নৈতিকতা ও মহৎ গুণ অর্জন করতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের আদর্শকে অন্তরে ধারণ করার প্রয়োজনীয়তা অনস¦ীকার্য। গতকাল ৮ জুলাই সকালে আনজুমান ট্রাস্ট পরিচালিত বন্দর তৈয়্যবিয়া ফাযিল মাদরাসার আলিম ১ম বর্ষের সবক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন প্রভাষক .এস.এম. জলাল উদ্দিন ফারুকী। অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন অধ্যাপক জসীমুদ্দীন মোহাম্মদ ইকবাল, আরবি প্রভাষক মুহাম্মদ আবুল হাছানাত আলকাদেরী, ইংরেজি ...

DUET এ এ্যাডমিশান এবং পলিটেকনিকের সকল শিক্ষার্থীদের জন্য কিছু পরামর্শ,

Jul 12, 2016 - DUET এ্যাডমিশান কোচিং নিয়ে যারা কনফিউশনে আছেন তাদের জন্য এবং পলিটেকনিকের সকল পর্বের ডুয়েট ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য কিছু পরামর্শঃ প্রথমেই কনফিউশনে থাকা ডুয়েট ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কিছু কমন প্রশ্নের উত্তর দেয়ার প্রায়াস পাবো, ১। একটা বছর কোচিং করে যদি চান্স না পাই???? জ্বী, খুব ই যৌক্তিক প্রশ্ন!! কারন অধিকাংশ প্রতিযোগী ই চান্স পাবে না, কিন্তু তাদের কাছে আমার পাল্টা প্রশ্ন, কোচিং না করে এই এক বছরে আপনি এমন কি করতে পারবেন?? বড়জোর ১০ হাজার টাকা স্যালারীর একটা জব, এইতো?? আর আপনাদের যেসব বড় ভাইয়েরা গত সেশনে গ্রাজুয়েশান কমপ্লিট করেছেন তাদের কতজন এখন মানসম্মত কোন জব করতে পারছে?? যদি আপনি চান্স না ও পান, তবুও প্রায় ...

জড়িত শিবির ক্যাডাররা পলিটেকনিক শিক্ষার্থী | Kaler Kantho

Apr 4, 2013 - রাজশাহী ও দিনাজপুরে জামায়াত-শিবিরের বর্বর হামলায় দুই পুলিশ কর্মকর্তার মাথা থেঁতলে যাওয়ার ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করতে মাঠে নেমেছে পুলিশ। এর মধ্যে রাজশাহীর ঘটনায় হামলাকারীদের বেশির ভাগই স্থানীয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী বলে পুলিশ নিশ্চিত হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ২৮ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে, দিনাজপুরের চিরিরবন্দরের হাজীরমোড়ের নৃশংস হামলার ঘটনায় ওই উপজেলার চেয়ারম্যানসহ আরো দুই জামায়াত নেতাকে প্রধান আসামি করে এক হাজার জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সেখানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, রাজশাহীতে হেলমেট ও ইট দিয়ে নির্মমভাবে পিটিয়ে ...

মেডিকেলইন্সট্রুমেন্টেশনডিভিশন | Bangladesh Atomic Energy ...

Jul 30, 2015 - এস-সি ছাত্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মাইক্রোপ্রোসেসর ভিত্তিক ইলেক্ট্রোনিক ভোটিং সিস্টেম ডিজাইন এবং উন্নয়ন”- এম.এস-সি ছাত্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। (২) প্রশিক্ষণ. বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আগত ছাত্র/ছাত্রীদের ইন্ডাস্ট্রিয়াল এ্যাটাচমেন্ট প্রশিক্ষণ প্রদান। আই.ইউ.টি গাজীপুর, বাংলাদেশ .... এইআরই টেকনিক্যাল রিপোর্ট - ২০০৫. ১২। স্টাডি অব রেডিয়েশন ইফেক্ট অন সেমিকন্ডাক্টর এ্যান্ড ইলেক্ট্রোনিক ডিভাইসেস। এইচ.কে. ঘোষ এবং প্রফেসর মোঃ হানিফ আলী। এইআরই টেকনিক্যাল রিপোর্ট - ২০০৬. ১৩। ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট অব ডিজিটাল ফ্রিকুয়েন্সি মিটার। এইচ.কে. ঘোষ, আর. হক এবং ওয়াই. মাওলা। এইআরই টেকনিক্যাল রিপোর্ট-২০০৬ ...

[PDF]iwR÷vW© bs-XvKv-244 - BANGABHABAN

(নন-টেক), জনাব বি এম তােফাজ্জল হােসেনকে তাহার নিজ. বেতন ও আনুসাংগিক অনুমােদিত সুবিধাদিতে পুনরাদেশ না দেওয়া. পর্যন্ত ঢাকা পলিটেকনিক ইনষ্টিটিউট এর জিও নং-শাঃ ৬/৪এ-. ২৩৮৩/২৭৯-শিক্ষা-তারিখ ৭-৬-৮৪ তে সৃষ্ট ইন্সট্রাক্টর(নন-টেক). এর শূন্য পদে বদলী করা হইল । এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে। নং ৪১০৩ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনস্থ জনাব. মােঃ সেকান্দর আলী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা. কৃষি অফিস, দেওয়ানগঞ্জ, জামালপুরকে জাতীয় বেতন স্কেল ২০০৫. এর ৬(১৩) অনুচ্ছেদ ও সংশােধিত নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯. এর ৩(১) বি(২) ধারা মােতাবেক ৩০-৪-২০০৮ ইং হতে ২৯-৪-. ২০০৯ ইং পর্যন্ত ১২ মাসের পূর্ণ গড় বেতনে অবসর গ্রহণ জনিত. প্রস্তুতি ছুটি (এল, পি,আর) মঞ্জুর করা হলাে।

ডিপ্লোমা বাণিজ্য | blog.bdnews24.com - pioneer blog for citizen ... - ব্লগ

May 14, 2015 - আর প্রতিষ্ঠান/ প্রাইভেট পলিটেকনিক বলতে ভাড়া করা কোন ভবন, যেখানে ক্যাম্পাস বলতে যা বোঝায় অর্থাৎ ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠ, গাছপালা বাগান, জিম, লাইব্রেরী, ইনডোর গেম, সামায়িকি প্রকাশনা, বিতর্ক প্রতিযোগিতা, রোভার, বিএনসিসি ইত্যাদির লেশ মাত্র খুঁজে পাওয়া ভার। ক্লাস করার ... আমার দেখা যন্ত্রপাতি- মেশিনারিজ সমৃদ্ধ ভাল মানের কয়েকটি প্রাইভেট টেকনিক্যাল প্রতিষ্ঠান যেগুলোর নাম উল্লেখ করার মতো যেমন ঢাকার মঠস, জার্মান টেকনিক্যাল, বাংলাদেশ- কোরিয়া প্রশিক্ষণ কেন্দ্র, এসএস টেকনিক্যাল, কারিতাসের টেকনিক্যাল, দিনাজপুরের নভারা টেকনিক্যাল, খুলনার হোপ পলিটেকনিক অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট ও বিটিএস।

[PDF]frr-Tl'l-ffi

Jun 5, 2016 - প্রার্থীকে অবশ্যই কোন পাবলিক বিশ্ববিদ্যালয় হতে এম.বি.বি.এস. ডিগ্রীর অধিকারী হতে হবে। (১) মেডিকেল অফিসার. ২টি. শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণী/ সমমানের গ্রেড থাকতে হবে। প্রার্থীকে. (২২০০০-৫৩০৬০) (গ্রেড-৯). (১টি পুরুষ ও ১টি মহিলা). বিএমডিসি এর রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে। এফ.সি.পি.এস. / এফ.আর.সি.এস. এম.ডি/. সমমানের ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেয়া যেতে ... সমমানের গ্রেড থাকতে হবে। প্রার্থীকে কোন স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ২য় শ্রেণীর. (৪) উপ-সহকারী প্রকৌশলী ... প্রার্থীকে অবশ্যই সরকারী নার্সিং ইনস্টিটিউট কলেজ হতে ০৪ (চার) বছর মেয়াদী নার্সিং . (৫) নার্স. ডিপ্লোমা ডিগ্রীধারী হতে হবে।

ছিলটি মাথ আর নাগরি বর্ণ হিকৌকা

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় পরিচালিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে বিভিন্ন জেলা শহরে অবস্থিত ৪৯ টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাড়াও ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তি করানো হয়। ☆ভর্তির ... ◇◇◇এস.এস.সি ও সমমানের পরীক্ষা শেষ।তাই অনেকে ইংলিশ কিংবা কম্পিউটার কোচিং ভর্তি হয়েছেন কিংবা হবেন।অনেকের আবার ইচ্ছা আছে ম্যাটস/ডিপ্লোমাতে ভর্তি হবেন , তাই অনেক স্টুডেন্ট ভর্তি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন। এবার একটু দেখে নিলে ভালো হয় ডিপ্লোমাতে কাদের আসা উচিত এবং কাদের আসা উচিত না।একটা কথা মনে রাখবেন, আবেগের বসে কিছু করে লাইফের কয়েকটা বছর নষ্ট করবেন না।

ঠাকুরগাঁওয়ে ভোটারদের ভোট দিতে সংশয় - Jagonews24

জানা গেছে, ওই দিন ৫নং ওয়ার্ডের সরকারি মহিলা কলেজ ও ১০নং ওয়ার্ডের পলিটেকনিক ইনস্টিটিউট ও গোবিন্দনগর সরকারি বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই তিনটি কেন্দ্রে মোট ভোট রয়েছে ৬ ... আর এস এম সোলায়মান আলী সরকার ৪ হাজার ১১৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।এছাড়া মেয়র ছাড়াও এই ভোটে সাধারণ দুই ... আর গণ্ডগোলোত খালি সাধারণ মানুষ মার খায়। ভোটকেন্দ্রে যায়ে আগত আবস্থা দেখিমো, পরে ভোট দিমো। প্রসঙ্গে বিএনপির ফয়সল আমীন জাগো নিউজকে বলেন, নোংরাভাবে ফলাফল পাল্টে দেয়া না হলে আমিই জয়ী হবো। ধানের শীষের জয় ছিনিয়ে নিতে সরকারদলীয় প্রার্থীর লোকজন আশঙ্কার কথা ছড়াচ্ছেন। তবে আমরা ভোটারদের কেন্দ্রে যেতে উৎসাহিত করছি। অপরদিকে, আওয়ামী লীগের তহমিনা ...

| Bangladesh Forms-All Forms in a Single Platform | বাংলাদেশ ফরম-সকল ...

ভর্তি · ইউ এস ডলার প্রিমিয়াম বন্ড কেনার আবেদন পূরণযোগ্য; ইউআরসি পরিদর্শন ছক (বিদ্যালয়) · ইউনাইটেড হাসপাতাল, প্যাথলজি ল্যাবরেটরি · ইউনিয়ন পরিদষদ কর্মদক্ষতা মূল্যায়ন ফরম · ইউনিয়ন পরিষদের কর্মদক্ষতা মূল্যায়ন ফরম পূরণযোগ্য; ইঞ্জিনিয়ার অফিসার পরীক্ষার আবেদন ফর্ম · ইটভাটা লাইসেন্সের জন্য আবেদনপত্র (বাংলায়) · ইনটারনেট সংযোগের জন্য আবেদনপত্র পূরণযোগ্য; ইনোভেশন টিম · ইন্টারনেট কানেকশন এর চাহিদা পত্র ফরম (বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট) · ইন্টারনেট ডায়াল আপ আবেদন ফরম · ইন্টারনেট প্রটোকল টেলিফোনি সার্ভিস প্রোভাইডার (Iptsp) লাইসেন্স ফরম পূরণযোগ্য; ইন্টারনেট বিল সংক্রান্ত অভিযোগ ফরম পূরণযোগ্য; ইন্টারনেট সংযোগ এর আবেদন ফরম · ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ...

ঢাকা পলিটেকনিকের ১০ শিক্ষার্থী গুলিবিদ্ধ - Daily Amader Shomoy

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সঙ্গে ওই এলাকার মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁওয়ের বেগুন বাড়ি এলাকায় ঘটনা ঘটে। পরে সংঘর্ষ থামাতে পুলিশ কয়েক রাউণ্ড ফাঁকা গুলি ছুঁড়লে কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। তারা হলেন লতিফ ছাত্রাবাসের মানিক, এস এম শাহাজাহান, বাবুল, মেহেদী, রাব্বি, সাইফুল, নাদিম, রাসেল, রনিসহ অন্তত ১০ জন। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় পুলিশ ৬/৭জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানা গেছে। গুলিবিদ্ধদের উদ্ধারকারী ফয়সাল আলম জানান, সোহেল ও আলামিনসহ কয়েকজন দীর্ঘদিন ধরে ...

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে মহা তাবু জলসা ও দীক্ষা অনুষ্ঠান সমাপ্ত ...

Nov 29, 2017 - এম.এস রিয়াদ বরগুনা : “আলোকিত জীবনের জন্য রোভারিং” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউটস'র আয়োজনে গত ২৬ নভেম্বর সন্ধায় ইনস্টিটিউট ক্যাম্পাসে মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক,শিক্ষা ও আইসিটি) মোঃ নুরুজ্জামান। ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মাইনুল আহসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা রোভার স্কাউট'র কমিশনার আলহাজ্ব মোঃ লুৎফর রহমান খাঁন, সহকারি কমিশনার কাজি সাজ্জাদ হোসাইন, সম্পাদক মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন এএলটি, যুগ্ম-সম্পাদক ...

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউটদের ঈদ ... - prothom-feni.com

শফিউল্লাহর আদালতে মঙ্গলবার সাক্ষ্য গ্রহন করা হয়। আদালত সুত্র ...বিস্তারিত · গুলশানে জঙ্গি হামলায় নিহতদের স্বরনে ফেনীতে বিএনপির র‌্যালী. শহর প্রতিনিধি->> গুলশানে জঙ্গি হামলায় নিহতের স্বরনে মঙ্গলবার ফেনী জেলা বিএনপির উদ্যোগে এক শোক র‌্যালী বের হয়। ্যালীটি এস.এস.কে রোড়ের সমবায় মার্কেটের সামনে থেকে শুরু করে ট্রাংক রোড়ের খেজুর চত্ত্বর হয়ে দোয়েল চত্ত্বর প্রদিক্ষন করে আবার সমবায় মার্কেটের সামনে শেষ হয়। এতে সম্মুখ ভাগে ছিলেন ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আবু তাহের ... শহর প্রতিনিধি->> ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটরিয়ামে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউটদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। আবেগ,শ্রদ্ধা আর ...

Author: admin - bdworld24.com

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ৪-বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সের ২৯টি টেকনোলজিতে বছর মোট আসন সংখ্যা ৪৮ হাজার ১৫০টি। ... মন্ত্রী বলেন, কারিগরি শিক্ষার মান উন্নয়নে সিঙ্গাপুরের নানিয়ান পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৪২০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ... কাপাসিয়া থানার এস আই মনিরুজ্জামান খাঁন জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে ও গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকার ৯নং সেক্টর থেকে সোমবার দিবাগত রাতে বাদলকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, বৃদ্ধ আব্দুল কাদির (৭৫) তার নাতি মাসুমকে (২২) বাবা বাদলের অমতে বিয়ে করান। কিন্তু বাদল বিয়ে মেনে নেয় নি। নিয়ে গত ১৩ মে বিকেলে আব্দুল কাদিরের সঙ্গে তার ছেলে বাদলের কথা কাটাকাটি ...

[PDF]c _g Aa¨vq

মূসক-বাস্তবায়ন সেবা ও আবঃ/২০০৭/১৩৬ তারিখ:- ০২/০৯/২০০৯, সাধারণ আদেশ নং-০৯/মূসক/২০১১. তারিখ:-১২/১১/২০১১খ্রিঃ, এস আর ও নং-২০১-আইন/২০১০/৫৫০-মূসক তারিখ:-১০/০৬/২০১০খ্রিঃ, নথি নং-. (৫) মূসক বাস্তঃ সেবা ও আবঃ/৯৪/(অংশ-১)/২০১২ তারিখ:-১২/৭/২০০৯খ্রিঃ, এস আর ও নং-০৮-. আইন/২০১১/৫৮৪-মূসক তারিখ:-০৯/০১/২০১১খ্রিঃ, এস আর ও নং-১৬৯-আইন/২০০৪/৪১৫-মূসক, তারিখ:- ১০/০৬/২০০৪খ্রিঃ, মূল্য সংযােজন কর আইন ১৯৯১-এর ধারা ৩-এর উপধারা ৪(খ) মােতাবেক নির্ধারিত হারে ভ্যাট. কর্তন করা হয়নি কিংবা কম কর্তন করা হয়েছে । অডিটি প্রতিষ্ঠানের জবাবঃ. বিশ্ববিদ্যালয়সমূহ, শিক্ষা বাের্ড, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট এর জবাবে উল্লেখ করা হয়েছে যথাসময়ে সরকারি. আদেশ না পাওয়ায় ভ্যাট কর্তন করা হয়নি কিংবা পরবর্তীতে জবাব ...

দাবি আদায়ে দেশজুড়ে পলিটেকনিক ছাত্রদের বিক্ষোভ - Risingbd

Sep 29, 2013 - সময় ১০জনকে আটক করেছে পুলিশ। ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ পলিটেকনিকে পরীক্ষা বর্জন করে ছাত্ররা তালা ঝুলিয়ে দিয়েছে। সকাল ১০টার দিকে পলিকেটনিক ইনিস্টিটিউটের প্রধান ফটক ও অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ করে। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করেছে। বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষে ইংরেজি বিষয়ে পরীক্ষা বর্জন করেছে বাংলাদেশ কারিগরি ছাত্র সংগ্রাম পরিষদের (বাকাছাপ) নেতৃবৃন্দ। তাদের আন্দোলনের কারণে হলে উপস্থিত হয়েও সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি। আর এসব ঘটনায় শনিবারের মতো রোববারও পলি ...

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কি ? - Abs Shamim

Jan 26, 2018 - ... এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর যে কেবল প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হলেই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্ভব। তুলনামূলক কম সময়ে কোর্স সমাপ্তি আর কোর্স শেষে ন্যূনতম চাকরুনির নিশ্চয়তা থাকে এখানে। দুয়ে মিলে ডিপ্লোমা প্রকৌশলের চাহিদা হালের শিক্ষার্থীদের কাছে সবচেয়ে বেশি। চার বছর মেয়াদি এই কোর্সে ভর্তি হতে হয় এসএসসি (ssc) বা মাধ্যমিকির পর। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় পরিচালিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে বিভিন্ন জেলা শহরে অবস্থিত সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাড়াও ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তি করানো হয়। ডিপ্লোমা.

পলিটেকনিকে ছাত্রলীগ নেতা রেজা খুন | সারাদেশ | ABnews24

May 28, 2016 - পলিটেকনিকে ছাত্রলীগ নেতা রেজা খুন বরিশাল, ২৮ মে, এবিনিউজ : পলিটেকনিক ইনস্টিটিউটে বহিরাগত সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে ছাত্রলীগ নেতা রেজাকে (২৫)। এছাড়া কুপিয়ে আহত করা. ... সময় পূর্ব পরিকল্পনা মোতাবেক পলিটেকনিক ক্যাম্পাসের টুইন টাওয়ার হোস্টেলের সামনে বের হয়ে বহিরাগত সন্ত্রাসীরা অতর্কিতে ধারালো অস্ত্র, রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। কিছু বুঝে ওঠার পূর্বেই তারা রেজা, ফাহিম, মেহেদী ও নিপুনকে এলোপাতাড়ি কুপিয়ে-পিটিয়ে আহত করে। তাদের ডাক চিৎকারে আবাসিক হলের ছাত্ররা এগিয়ে এলে ... ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে। এবিএন/শনি-১ম/সারাদেশ/শংকর রায়/মুস্তাফিজ/এস আর ...

স্বপ্ন পূরণের পথে

Jan 2, 2016 - নতুন রাজস্বভুক্ত ইন্সটিটিউটের সংখ্যা পাঁচটি, মনোটেকনিক ইন্সটিটিউট তিনটি, প্রকল্পভুক্ত ১৮টি ও মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের সংখ্যা তিনটি। বেসরকারী পলিটেকনিকের সংখ্যা ২৭৫টি। ভর্তি পরীক্ষার নিয়ম. ৫০ নাম্বারের .... বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে ১৪টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, ১টি টেক্সটাইল কলেজ, ৪টি ডিগ্রি পর্যায়ের কলেজ, ৩৫টি ডিপ্লোমা পর্যায়ের ইনস্টিটিউট এবং ৪০টি সরকারি বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়. শিক্ষা দিচ্ছে। উল্লেখ্যযোগ্য হচ্ছে- বাংলাদেশ টেক্সটাইল .... তাহলে খেলা আর প্রথম আলো বাটনে চাপ দিয়ে সহজেই খেলার সব আপডেট পড়তে পারবেন। এতে আপনার সময় আর ইন্টারনেট বিল দুটোরই সাশ্রয় হবে। আপনার পছন্দের ...

পাবনা জেলা - বাংলাপিডিয়া

৩০ বৈশাখ উপজেলার ডেমরা গ্রামে পাকসেনা ও রাজাকাররা নির্বিচারে গুলি করে প্রায় ৮০০ জন নিরীহ লোককে হত্যা করে, নারী নির্যাতন চালায় এবং মসজিদ, মন্দির, স্কুল-মাদ্রাসা ও ঘরবাড়ি পুড়িয়ে দেয়। ৪ ভাদ্র ... স্কুল অ্যান্ড কলেজ (১৯১৭), ঈশ্বরদী সরকারি কলেজ (১৯৬৩), বেড়া ডিগ্রি কলেজ (১৯৬৪), হাজী জামালউদ্দিন ডিগ্রি কলেজ (১৯৭০), চাটমোহর ডিগ্রি কলেজ (১৯৭০), আটঘরিয়া ডিগ্রি মহাবিদ্যালয় (১৯৭২), ভাঙ্গুরা মহিলা কলেজ (১৯৯৮), সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, পাবনা জেলা স্কুল (১৮৫৩), ভারেঙ্গা একাডেমী (১৮৫৮), চাটমোহর আর সি এন এন্ড বি এস এন পাইলট উচ্চ বিদ্যালয় (১৮৬১), পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট (১৮৯১), জি সি ইন্সটিটিউশন (১৮৯৪), রাধানগর মজুমদার একাডেমী (১৮৯৯), আর.

নিখোঁজের সাড়ে ৪ ঘন্টা পর কমলগঞ্জে চা শ্রমিক কন্যার লাশ উদ্ধার ...

5 hours ago - ১২ মার্চ সোমবার রাতে সুরতহাল তৈরী করে লাশ উদ্ধারের পর নিহতের বাবা চা শ্রমিক মানচী অলমিক বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনানা কয়েকজনকে আসামী করা হয়েছে। মনি অলমিকের বড় ভাই উজ্জল অলমিক (২৭) ১৩ মার্চ মঙ্গলবার জানান, সোমবার সকাল ১০টায় তার বোন বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি। তাকে বিভিন্ন স্থানে খোঁজ করে পাওয়া যায়নি। তবে বিকাল সাড়ে ৪টার দিকে চা শ্রমিকরা চা বাগানের (নন্দরানী চা বাগানের) একটি প্লান্টেশন এলাকায় ওড়না গলায় পেছানো অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সন্ধ্যার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। কমলগঞ্জ থানার ওসি মো: মোক্তাদির হোসেন পিপিএম নন্দরানী চা ...

রাজনগরে আরো ১৪/১৫টি গ্রাম নদী ভাঙ্গনের কবলে কুশিয়ারা নদীর কালার ...

5 hours ago - তখন প্রতিবেদক পাউবো কর্তৃপক্ষের সাথে ওই বস্তায় কোন কাজ হয়নি জানতে চেয়ে যোগাযোগ করলে তারা জানান, বস্তা ফেলে পরীক্ষা-নিরীক্ষা করে তারা যাচাই-বাছাই করেছেন। এখন বুঝেছেন বাজার টিকিয়ে রাখতে হলে এখানে বৃহৎ বাজেট দিয়ে ব্লকের কাজ ... তিনি পাউবোসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে ভাঙ্গনরোধ করবেন বলে পরিদর্শনে সকলকে আশ্বস্থ করেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাইবো) মৌলভীবাজার এর নির্বাহি প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী বলেন, কুশিয়ারা নদীর কালারবাজার ভাঙ্গন থেকে রক্ষা করতে হলে ব্লকের কাজ করতে হবে। আর এই কাজ ব্যয়বহুল। আমরা ব্লকের জন্য ঢাকায় একটি প্রস্তাবনা পাঠিয়েছি। অনুমোদন পেলে আশা করছি এই কাজটি করা যাবে। সংবাদটি শেয়ার করতে ...

[PDF]Download

Feb 12, 2018 - সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট। চিফ ইট্রাক্টর (আর এসি). মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। ২. ইন্সট্রাক্টর (নন-টেক). মূল কর্মস্থলঃ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। সংযুক্ত কর্মস্থলঃ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক. ইনস্টিটিউট। ইন্সট্রাক্টর (পাওয়ার). ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। নাম, পদবী, মূল কর্মস্থল, সংযুক্ত কর্মস্থল. ও PIMS ID ... এস,এম মােফাজ্জল আলী। ইন্সট্রাক্টর (নন-টেক)। মূল কর্মস্থলঃ কিশােরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। সংযুক্ত কর্মস্থল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। ৭০০৪১৪৬৪০৪. মফিজুল ইসলাম. ইন্ট্রাক্টর (ইলেকট্রিক্যাল). মূল কর্মস্থলঃ গােপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। সংযুক্ত কর্মস্থল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। ৭৯০৯১০০৫৪৮. ইন্সট্রাক্টর (নন-টেক).

[PDF]Download

Jan 16, 2018 - ৭০৫৬১০০২১৯. চিফ ইন্ট্রাক্টর (নন-টেক). সংযুক্ত কর্মস্থল ও সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট। সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট। জহীরুল ইসলাম. মূল কর্মস্থলঃ ফেনী কম্পিউটার ইনস্টিটিউট। চিফ ইন্ট্রাক্টর (আর এসি). সংযুক্ত কর্মস্থল ও মৌলভীবাজার পলিটেকনিক. ৭৭০৯১১৪১. মৌলভীবাজার পলিটেকনিক. ইনস্টিটিউটইনস্টিটিউট। মােঃ শহিদুল ইসলাম ... সংযুক্ত কর্মস্থল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটএস,এম মােফাজ্জল আলী. মূল কর্মস্থলঃ কিশােরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। ৭০০৪১৪৬৪০৪. ইন্সট্রাক্টর (নন-টেক). সংযুক্ত কর্মস্থল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। মফিজুল ইসলাম. মূল কর্মস্থলঃ গােপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট

অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার সুযোগ | For update barisal news visit ...

3 days ago - ভিসায় অস্ট্রেলিয়ায় এসে দুই বছর পর্যন্ত অস্থায়ীভাবে বসবাস ও পূর্ণকালীন কাজের সুযোগ রয়েছে। মেয়াদ শেষ হলে আবারও নবায়ন করা যায়। ... এস কমপক্ষে 0৬ স্কোর থাকতে হবে। পড়াশুনার পর রিজিওনাল এলাকায় এক বছরের কাজের অভিজ্ঞতা। চাকরিদাতার বর্তমান কাজের ঠিকানা, কাজরে ধরন ও অভিজ্ঞতার বছর, পড়াশুনার যোগ্যতা, চাকরির ধরন ও বেতনের উপর পুরো বিষয়টি নির্ভর করে। PARENT VISA (SUBCLASS 143 OR 173) – AN OFFSHORE APPLICATION:- পিতামাতার বয়স ৬৫ বছরের নিচে হতে হবে। তাদের অফেরযোগ্য অর্থ বিনিয়োগ করার ... আর সবচেয়ে, গুরুত্বপূর্ণ বিষয় হলে Australian ফ্রী health benefits for all of your family members. যা কিন্তু USA-তে নেই। সুতরাং আর ...

No comments:

Post a Comment