SRA Polytechnic Institute - এস আর এ পলিটেকনিক ইনস্টিটিউট
Dec 1, 2014 - যেগুলোতে এস.এস.সি
পাস করার পরে বিভিন্ন ক্যাটাগরীতে চার বছর মেয়াদী ডিপ্লোমা সার্টিফিকেট
কোর্স করার জন্য শিক্ষার্থীরা ভর্তি হয়ে থাকেন। এসব ইন্সটিটিউট এর মধ্যে
প্রায় অর্ধশতাধিক সরকারী ও দুই শতাধিকের অধিক বেসরকারী। নিন্মে বেসরকারী
ডিপ্লোমা ইন্সটিটিউট গুলোর নাম, জেলা ও ফোন নম্ভর তুলে ধরা হল : বেসরকারী
ডিপ্লোমা ইন্সটিটিউট সমূহ : ২য় পর্ব. ১১১) মাধবী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
ইন্সটিটিউট; মাধবী, নরসিংদী, ঢাকা. ১১২) মধুপুর ইঞ্জিনিয়ারিং কলেজ;
কোর্টপাড়া, মধুপুর, টাংগাইল. ১১৩) ম্যানগ্রোভ ইন্সটিটিউট অব সাইন্স এন্ড
টেকনোলজি; খান-এ-সবুর রোড়, বাইকালী, খুলনা-৯০০০০, ফোন: ০৪১-৮৬১৬৩২. ১১৪) এমএডব্লিওটিএস ইন্সটিটিউট অব টেকনোলজি; ১/সি-১/এ, পল্লবী, ...
Dec 9, 2016 - অধ্যক্ষ, পলিটেকনিক ইনস্টিটিউট (সকল) । ৬। অধ্যক্ষ, গ্রাফিক আর্টস/ গ্রাস এন্ড সিরারিমক/বাংলাদেশ সার্ভে, কুমিল্লা/ফেনী কম্পিউটার ইনস্টিটিউট
ফেনী। ৭। অধ্যক্ষ, টেকনিক্যাল স্কুল ও কলেজ (সকল)। -৮া ভারপ্রাপ্ত
কর্মকর্তা আইসিটি সেল, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা (পত্রসহ বিজ্ঞপ্তিটি
অধিদপ্তরের ওয়েব সাইটে প্রকাশের ... দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট, দিনাজপুর। এ. ১২. এ্যাপটাচ পলিটেকনিক ইন্সটিটিউট, নয়নপুর, দিনাজপুর। ১৩ . দিনাজপুর ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি, পাহাড়পুর, দিনাজপুর। ১৪. ১৩১৫৮ | এস আর এ
ইন্সটিটিউ অব সায়েন্স এন্ড টেকনোলজি, মহল্লাঃ উত্তর বালুবাড়ী,
কালুবাড়ী, দিনাজপুর। ১৫. | ১৪০২০ | টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, নীলফামারী। AL. ১৬ .
৩. ১৩১৪৫. দিনাজপুর ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনােলজি,. পাহারপুর, সদর, দিনাজপুর।। ৪. ১৩১৪৭. ইকোসার্ভ পলিটেকনিক ইন্সটিটিউট. বড় বন্দর, নতুন পাড়া, কোতয়ালী, দিনাজপুর। ৫. ১৩১৫৭. আলফাহ্ পলিটেকনিক ইন্সটিটিউট, নিউটাউন. হাউজিং মােড়, দিনাজপুর । ৬, ১৩১৫৮. এস আর এ ইন্সটিটিউ অব সায়েন্স এন্ড. টেকনােলজি, মহল্লাঃ উত্তর বলুবাড়ী, বালুবাড়ী, ..... সােনাডাংগা, আ/এ, (১ম ফেজ), খুলনা।। ৩৫১৪৯. স্কয়ার পলিটেকনিক
ইন্সটিটিউট. রােড-১০২, হাউজিং এস্টেট, খালিশপুর, খুলনা. সেতারা-আববাস
টেকনিক্যাল এন্ড বিজনেস. ম্যানেজমেন্ট কলেজ. ৯০ রশি রােড, মােড়েলগঞ্জ,
বাগেরহাট। ৩৬০০৫. সাকিনা আজহার টেকনিক্যাল কলেজ. মৌজা-মুলঘর,ফকির হাট,
বাগেরহাট। ৩৬০৮১. খানজাহান আলী পলিটেকনিক ইনস্টিটিউট. ভি.আই.পি.
Dec 17, 2015 - প্রকৌশল এ,কে,এম ফারুক (বি,এস,সি ইঞ্জিনিয়ার, বুয়েট). অধ্যক্ষ ও সাবেক পরিচালক বি,এম,ই,টি
প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকার। পরিচালক. জনাব মনোয়ারা আজাদ. কার্য নির্বাহী সদস্য ও
পরিচালক MPI মিরপুর পলিটেকনিক ইন্সটিটিউট। ভর্তির যোগ্যতা. এস.এস.সি
(বিজ্ঞান/ মানবিক/ ব্যবসায়/ ... শিক্ষকগণ প্রয়োজনবোধে মাল্টিমিডিয়া
প্রজেক্টরও ব্যবহার করে থাকেন। পরীক্ষা নেবার জন্য আলাদা কোন কক্ষ নেই।
ক্লাশরুমগুলোতেই পরীক্ষা নেয়া নেয়া হয়। তিনটি ভবনে সব মিলিয়ে মোট ৩০টি
কক্ষ আছে। ড্রেসকোড: ছেলেদের পোশাক হচ্ছে সাদা শার্ট এবং কালো প্যান্ট,
মেয়েদের পোশাক হচ্ছে সাদা কামিজ। আর সবাইকেই কালো জুতা পরতে হয়।
ইউপিএসসি আয়োজিত সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষার প্রশিক্ষণ কেন্দ্র দ্য এজ-এ প্রশিক্ষণের নতুন মরসুম চালু হচ্ছে। ... এ
ক্ষেত্রে কলেজগুলির পরিকাঠামো, পড়াশোনার পরিবেশ, শিক্ষকমণ্ডলী,
প্লেসমেন্টের সুযোগ ইত্যাদি যাচাই করার চেষ্টা করুন ভর্তি হওয়ার আগে। ...
উত্তর: মাধ্যমিকের পর জেক্সপো দিয়ে যে সমস্ত পলিটেকনিক কলেজে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পড়া যায়, সেগুলি হল মালদহ পলিটেকনিক, এস সি মৈত্র ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আর পি বি এম, জিয়াগঞ্জ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (মুর্শিদাবাদ), রায়গঞ্জ পলিটেকনিক (উত্তর দিনাজপুর), কোচবিহার পলিটেকনিক (কোচবিহার), দ্য নিউ হরাইজন ইনস্টিটিউট অফ টেকনোলজি ...
Mar 20, 2016 - এই Society এর অধীনে ঢাকা সহ আরও ৬টি জেলাতে ৪টি পলিটেকনিক, ১টি মেরিন একাডেমী, ৬টি ডিপ্লোমা মেডিকেল ইনস্টিটিউট, ৬টি IHT, ৬টি MATS, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে B.Sc
in Heath Technology, বগুড়ায় ৬০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ১টি
ডায়াগনস্টিক ল্যাব এবং ঢাকায় ১টি ডায়াগনস্টিক ল্যাব রয়েছে। .....
কেন্দ্র, স্কুল হেলথ্ ক্লিনিক, বিভিন্ন আধাসরকারি/ কর্পোরেশন যেমনঃ তিতাস
গ্যাস, বি আই ডব্লিউ টি এ, বিজি প্রেস, বাংলাদেশ বিমান, ইত্যাদি
প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান যেমন:- ব্র্যাক,আশা, MY¯^v¯'¨,
কেয়ার, গণ সাহায্য সংস্থা, আই সি ডি ডি আর বি, সেভ দ্যা চিলড্রেন, প্রভৃতি প্রতিষ্ঠানে তারা নিয়োগ প্রাপ্ত হয় এবং কাজ করার সুযোগ পায়।
Aug 28, 2017 - চুক্তিতে প্রাইম ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, এফসিএ এবং মন্টেজ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. ফকরুল আমীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- মন্টেজ পলিটেকনিকের ভাইস-প্রিন্সিপাল
মো. আলাউদ্দীন আল মামুন, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো.
আনোয়ার হোসাইন এবং প্রাইম ইসলামী লাইফের কোম্পানি সচিব হাবিবুর রহমান,
পলিসি ও দাবি বিভাগের ইনচার্জ আজরা পারভীন সাঈদ, সিএফও রফিক আহমেদ, আইটি
ইনচার্জ আ ফ ম জাকারিয়া, প্রশাসন বিভাগের ইনচার্জ এস এম আল
মামুন, কমিশন ইনচার্জ শেখ আবু খালেদ, অ্যাকচুরিয়াল ইনচার্জ শহিদুর রহমান,
অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের ইনচার্জ শাহজাহান মল্লিক, ...
May 14, 2015 - আর প্রতিষ্ঠান/ প্রাইভেট পলিটেকনিক
বলতে ভাড়া করা কোন ভবন, যেখানে ক্যাম্পাস বলতে যা বোঝায় অর্থাৎ
ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠ, গাছপালা বাগান,
জিম, লাইব্রেরী, ইনডোর গেম, সামায়িকি প্রকাশনা, বিতর্ক প্রতিযোগিতা,
রোভার, বিএনসিসি ইত্যাদির লেশ মাত্র খুঁজে পাওয়া ভার। ক্লাস করার ... আমার
দেখা যন্ত্রপাতি- মেশিনারিজ সমৃদ্ধ ভাল মানের কয়েকটি প্রাইভেট টেকনিক্যাল
প্রতিষ্ঠান যেগুলোর নাম উল্লেখ করার মতো যেমন ঢাকার মঠস, জার্মান
টেকনিক্যাল, বাংলাদেশ- কোরিয়া প্রশিক্ষণ কেন্দ্র, এস ও এস টেকনিক্যাল, কারিতাসের টেকনিক্যাল, দিনাজপুরের নভারা টেকনিক্যাল, খুলনার হোপ পলিটেকনিক অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট ও বিটিএস।
৩০ বৈশাখ এ
উপজেলার ডেমরা গ্রামে পাকসেনা ও রাজাকাররা নির্বিচারে গুলি করে প্রায় ৮০০
জন নিরীহ লোককে হত্যা করে, নারী নির্যাতন চালায় এবং মসজিদ, মন্দির,
স্কুল-মাদ্রাসা ও ঘরবাড়ি পুড়িয়ে দেয়। ৪ ভাদ্র ... স্কুল অ্যান্ড
কলেজ (১৯১৭), ঈশ্বরদী সরকারি কলেজ (১৯৬৩), বেড়া ডিগ্রি কলেজ (১৯৬৪), হাজী
জামালউদ্দিন ডিগ্রি কলেজ (১৯৭০), চাটমোহর ডিগ্রি কলেজ (১৯৭০), আটঘরিয়া
ডিগ্রি মহাবিদ্যালয় (১৯৭২), ভাঙ্গুরা মহিলা কলেজ (১৯৯৮), সরকারি মহিলা
কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, পাবনা জেলা স্কুল (১৮৫৩), ভারেঙ্গা একাডেমী
(১৮৫৮), চাটমোহর আর সি এন এন্ড বি এস এন পাইলট উচ্চ বিদ্যালয় (১৮৬১), পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট (১৮৯১), জি সি ইন্সটিটিউশন (১৮৯৪), রাধানগর মজুমদার একাডেমী (১৮৯৯), আর.
No comments:
Post a Comment